মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বন্য হাতির আক্রমণে ১২ জন রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। গত ৩ বছরে কুতুপালং ও বালুখালী ক্যাম্প এলাকায় এদের মৃত্যূ হয়। কক্সবাজার আরআরআরসি অফিস থেকে এ তথ্য জানা গেছে।

রোহিঙ্গা ক্যাম্প স্থাপন ও রোহিঙ্গা শরনার্থীরা বনভূমি ধ্বংস করে ফেলায় হাতির আবাসস্থল, হাতির বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথ সংকুচিত হওয়ায় হাতির আক্রমণের শিকার হচ্ছে, সেখানে বসতি গড়ে তোলা রোহিঙ্গারা। আরআরআরসি অফিস সুত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য জাতি সংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন (UNHCR) এর সহায়তায় হাতি চলাচলের পথ নির্দিষ্টকরণের কাজ এগিয়ে চলছে। আইইউসিএন (International Union for Conservation of Nature) এ কাজ করছে। এছাড়া হাতির আক্রমণ ঠেকাতে সেখানে ৫০টি ইআরটি (Elephant response team) গঠন করা হয়েছে বলে আরআরআরসি অফিস সুত্রে জানিয়েছে।