রামু প্রতিনিধি :
রামুতে সদর ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকালে রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশাল এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল সরওয়ার কাজল বলেন, বিএনপি-জামাত জোট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতি অস্থিত্বহীন করতে ২০০৪ সালে ২১ আগস্ট পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালায়। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এ হামলার মূল হোতা। আল্লাহর অসীম দয়ায় জননেত্রী শেখ হাসিনা সেদিন প্রাণে রক্ষা পান। বাংলাদেশকে বিশে^ মডেল দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলার মানুষের মুখে হাসি ফোটাতেই তিনি নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন। আগামীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র হলে রামু উপজেলা আওয়ামীলীগের ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ গন আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়বে।
সদর ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় আলোচনা সভায়, প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডল।
এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সহ সভাপতি তপন বড়ুয়া, মাস্টার নুরুল আমিন, হানিফ বিন নজির, নুরুল ইসলাম বকুল, যুগ্নসম্পাদক সুজন শর্মা, অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা চৌধুরী, নুরুল হক চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, যুব ও ক্রীড়া সম্পাদক ফরিদুল আলম, সমাজ কল্যান সম্পাদক আলী হোছাইন, উপ-দপ্তর সম্পাদক হাকিম আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ওবাইদুল হক, জহির আলা উদ্দিন, রাহমত উল্লাহ, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ মিঠাছড়ি সভাপতি জুহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা।
আরো বক্তব্য রাখেন ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আকতার কামাল, সাখাওয়াত হোসেন লাভলু, মো. শাহেদ, দপ্তর সম্পাদক মো ইলিয়াছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হারুন, ১নং ওয়ার্ড সভাপতি ছৈয়দুল আমিন, সাধারণ সম্পাদক জলিল কাদের, ১ নং দক্ষিণদ্বীপ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আলম, ২নং ওয়ার্ডের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক রাশেল বড়ুয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মামুনর রশিদ, সাধারণ সম্পাদক শাহ আলম হিরু, ৪ নং ওয়ার্ডের সভাপতি আবছার কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম, ৫ নং ওয়ার্ডের সভাপতি মোঃ হোছাইন, সাধারণ সম্পাদক বিমল বড়ুয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি আমানুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সভাপতি সুলক বড়ুয়া, সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া এমইউপি, আমতলিয়া পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রতন শর্মা, ৯ নং ওয়ার্ডের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাতঘরিয়া পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড কমিটির সদস্যসহ সর্বস্তুরের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।