প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন শাখার সাবেক দায়িত্বশীল, চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদ ও হুাফফাজুল কুরআন ফাউন্ডেশন রামু উপজেলার সক্রিয় সদস্য মাওলানা হাফেজ মুহাম্মদ আমিন (৩৭) ২০ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকাল ৩ টা ৫ মিনিটে চাকমারকুল আলী হোসাইন সিকদার পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন রাত ৯ টায় আলী হোসাইন সিকদার পাড়া কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ তাজ।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির প্রমুখ।
নামাজে জানাযার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন, মরহুমের ঘনিষ্ঠ বন্ধু চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন।
নামাজে জানাযা শেষে চাকমারকুল আলী হোসাইন সিকদার পাড়া কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
উল্লেখ্য, বেশ ক’মাস আগে হাফেজ মুহাম্মদ আমিনের শরীরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ফলে দীর্ঘদিন রোগশয্যায় যন্ত্রণাকাতর করুণ সময় পার করে চিরতরে চলে গেলেন এ হাফেজে কুরআন। তাঁর বাবাও কবরবাসী হয়েছেন বছর দুয়েক আগে। মমতাময়ী মা তাঁর হাফেজে কুরআন ও আলেমেদ্বীন ছেলেটিকে চিরতরে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছেন। চিরদিনের জন্য বাবাকে হারিয়ে এতিম হয়ে গেল তাঁর দুই বছরের ফুটফুটে মেয়েটি। একজন শান্তশিষ্ট স্বামী হারালো তাঁর স্ত্রী। এমন একজন ভদ্র, বিনয়ী, তরুণ আলেমেদ্বীনের ইন্তেকালে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
এদিকে ইসলামী ছাত্রসমাজ রামু চাকমারকুল ইউনিয়ন শাখার প্রাক্তন দায়িত্বশীল, নেজামে ইসলাম পার্টির একনিষ্ঠ কর্মী মাওলানা হাফেজ মুহাম্মদ আমিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা ফরিদুল হক, রামু উপজেলা আহবায়ক মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন, চাকমারকুল ইউনিয়ন শাখার সমন্বয়ক মাহমুদুল হক, চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদের সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা হাফেজ মুহাম্মদ আমিন ছিলেন, দ্বীনের পথে অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন মুখলিস সৈনিক। তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ চাকমারকুল ইউনিয়ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে এসে ২০১৮ সালের ৭ জুলাই নেজামে ইসলাম পার্টির ফরম পূরণ করে কর্মী হয়েছিলেন। চাকমারকুল ইসলামী ঐক্যপরিষদ ও হুাফফাজুল কুরআন ফাউন্ডেশনের সক্রিয় সদস্য হিসেবেও সরব ছিলেন। কলঘর বাজারের দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনে প্রতিবছর সক্রিয় দায়িত্ব পালন করে করতেন। তাঁর ইন্তেকালে আমরা একজন শান্তশিষ্ট, বিনয়ী ও একনিষ্ঠ সহযোদ্ধাকে হারালাম। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।