এম.জিয়াবুল হক,চকরিয়া :

ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ আগস্ট বিকালে চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরা রেডচিলির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে এমপি জাফর আলম বলেছেন, ২০০৪ সালের আগস্টের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্যদিয়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে অভিভাবকহীন করতে ষড়যন্ত্র চালানো হয়। কিন্তু শেখ হাসিনা জনগনের দোয়া বরকতে অলৌকিকভাবে বেঁচে যান। তার জন্যেই আমরা আজ সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেদিনের ভয়াবহ ও নারকীয় হামলায় রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ। এই হামলার সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত থাকলেও তখন তারা এটিকে ভিন্নখাতে প্রবাহিত করার হীন চেষ্টা করেছে। তাই এ হামলায় জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

প্রধান অতিথি এমপি জাফর আলম আরো বলেন, সেইদিনের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছি এবং সাথে সাথে গ্রেনেড হামলাকারীদের রায় অতিসত্ত্বর কার্যকর করার জোর দাবী জানাচ্ছি।

অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে অংশনেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি আবু তালেব, তপন কান্তি দাশ, আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ডের সভাপতি বশিরুল আইয়ুব, প্রচার সম্পাদক আরিফ মাঈন উদ্দিন রাসেল, যুব ও ক্রীড়া সম্পাদক শের আলম শেরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আসাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমাম হোসেন, কৃষি সম্পাদক শাহ আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বশিরুল আলম, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, বন ও পরিবেশ সম্পাদক বাবুল বড়–য়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক জমির উদ্দিন বাবলু, পৌরসভা আওয়ামীলীগের সদস্য আনোয়ারুল মহসিন, মিফতাব উদ্দিন চৌধুরী, জালাল আহমদ, জসিম উদ্দিন, কবির হোসেন, রোস্তম আলী, জয়নাল আবেদিন, সুমন কান্তি সুশীল, কবিরাজ আলহাজ ফজল করিম চৌধুরী, আবু তাহের মেম্বার, সাকের মেম্বার, ফজল কাদের, মোহাম্মদ জকরিয়া, মুবিনুল ইসলাম নওশাদ, রশিদ আহমদ, মোহাম্মদ এহেছান, নুরুল আমিন টিপু, তাজুল ইসলাম, জালাল উদ্দিন।

অন্যদিকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ১নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক এম নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডের সভাপতি নাজেম উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক নুরুল আবছার বাদশা, ৩নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফুর আলম, ৪নম্বর ওয়ার্ডের সভাপতি ডা.রতন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ৫নম্বর ওয়ার্ডের সভাপতি সেকান্দর বাদশা নাগু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আবু সওদাগর, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ৭নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৮নম্বর ওয়ার্ডের সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, ৯নম্বর ওয়ার্ডের সভাপতি হুমায়ুন কবির কমিশনার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন প্রমুখ। এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। #