সোয়েব সাঈদ ॥

রামুতে ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন-২০০৪ সালের নৃশংস ও বর্বরোচিত গ্রেনেড হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমান জড়িত ছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটায়। এ হামলার সাথে তার ছেলে তারেক জিয়া যে জড়িত ওই মামলার আসামীরা তা প্রকাশ করেছেন।

মহান রাব্বুল আলামিনের রহমতে ২১ আগস্ট এর গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ উন্নয়নে ভরপুর হচ্ছে। এসময় এমপি কমল সেদিনের ভয়াবর গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের ঘটনার মর্মস্পর্শী বক্তব্য তুলে ধরেন।

স্মরণ সভার শুরুতে ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ১৫ আগস্ট এর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

২১ আগস্ট (শুক্রবার) বিকালের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদ রামুর কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক চেয়ারম্যান।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আনচারুল হক ভুট্টোর সঞ্চালনায় সভায় রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণন সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, যুবলীগ নেতা নবীউল হক আরকান, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদস্য সচিব খালেদ হোসেন টাপু, সাবেক ছাত্রলীগ নেতা কাইছার মাহমুদ, দূরন্ত মন্ডলপাড়ার সভাপতি তসলিম ইকবাল সোহেল, সাধারণ সম্পাদক নুরুল আলম, রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মো. রিয়াদ, জাহেদ কামাল প্রমূখ বক্তব্য রাখেন।