প্রেস বিজ্ঞপ্তি  :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য হয়েছেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুহাম্মদ হারুনুর রশীদ।

শরিয়াহভিত্তিক পরিচালিত দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি তাকে এই পদে মনোনয়নের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ১৮ জুলাই ২০২০ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯১তম সভায় দুই বছরের জন্য তাকে মনোনয়ন দেয়া হয়।

শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্য নির্বাচিত করায় ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান মুহাম্মদ হারুনুর রশীদ। তিনি জানান, তার অবস্থান থেকে দেশের বৃহত্তম ব্যাংকটিকে শরিয়া মোতাবেক চলার ক্ষেত্রে তিনি পরামর্শ দেবেন।

হারুনুর রশীদের নিজ বাড়ী কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামে। বর্তমানে তিনি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হারুনুর রশীদ। ২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে সর্বোচ্চ নাম্বার পাওয়ায় অর্জন করেছিলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’।