অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী জিমেইল ও অন্যান্য গুগল সেবায় বড় সমস্যা দেখা দিয়েছে। জিমেইল ব্যবহার করে ইমেইল ও ফাইল যেমন পাঠানো যাচ্ছে না, তেমনি কোনো ফাইলও রিসিপ করা যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অভিযোগ করেছেন জিমেইল ব্যবহারকারীরা। অনেকে জানিয়েছেন, তারা জিমেইলে কোনো ফাইল অ্যাটাচ করতে পারছেন না, আবার অনেকে জিমেইলে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন। আবার আবার ইউটিউবে ভিডিও আপলোড করাও যাচ্ছে না। তবে ইউটিউবে ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে না।
ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে জিমেইল। বিবৃতিতে বলা হয়, তারা এ ঘটনাটি নিয়ে তদন্ত করছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।
এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানান, জিমেইলে এ ধরনের বিভ্রাট এবারই প্রথম নয়। এ বছরের জুলাই মাসেও ভারতের গুগল ব্যবহারকারীরা বিপাকে পড়েছিলেন, কয়েক ঘণ্টার জন্য ঠিকঠাক কাজ করেনি জিমেইল সেবা।
সে সময় ভারত বাদেও অন্য কয়েকটি দেশের ব্যবহারকারীরা জিমেইলে ঢুকতে পারছিলেন না বলে অভিযোগ জানিয়েছিলেন।