ইমাম খাইর :
কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় সিলিন্ডার ভর্তি ট্রাক গাড়ী উল্টে গিয়ে পড়লো সিএনজির ওপর।
এতে মুচড়ে গেছে সিএনজিটি।
এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটা টমটম গাড়ি সিলিন্ডারে লেগে উল্টে যায়। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে পাতলি রোড়ে ঘটনাটি ঘটে।
এতে আহত হয়েছে দুইজন চালক। তাদের পরিচয় মেলে নি। তাদের বাড়ি খরুলিয়া ও পাতলি এলাকায় বলে জানা গেছে।
সিলিন্ডার ভর্তি ট্রাক গাড়িটি ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এম শরিয়ত উল্লাহ।
তার ভাষ্য মতে, সামনে সিএনজি পড়ে গেলে হার্ড ব্রেকের কারণে উল্টে যায় ট্রাক।
এতে ধাক্কা খেয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি ভেঙে গেছে। আহত হয়েছে দুইজন চালক।
সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে গিয়ে পড়লো সিএনজিতে, আহত ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
