মোঃ আকিব বিন জাকের,মহেশখালী :

আগামীকালকাল ১৭ ই আগষ্ট তথা সোমবার হতে মহেশখালী টু কক্সবাজার নৌ পথে সব ধরনের নৌ যান পূর্বের নির্ধারিত স্বাভাবিক ভাড়া অনুসারে চলবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহেশখালী টু কক্সবাজার নৌ পথে স্বাস্থ্যবিধি না মানা সত্বেও এর অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই। এনিয়ে গণমাধ্যমে চলছিল ব‍্যাপত তুলপাড়। অবশেষে ঘটল তার অবসান।

উপজেলা নির্বাহী অফিসার জানান, আগামীকাল থেকে বোটের সংখ্যা আগের মতোই থাকবে এবং ভাড়াও নেয়া হবে আগের মতো। যার ফলে আগামীকাল থেকে উক্ত নৌপথে যাতায়তকারীদের স্পিড বোটে ভাড়া গুনতে হবে ৭৫ টাকা, গাম বোটে ৩০ টাকা এবং চৌফলদন্ডী ঘাটে ৬০ টাকা।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বোটে উঠার আগে মাস্ক পড়া নিশ্চিত করার কথাও জানান তিনি।