cbn  

ইমাম খাইর:
কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ড, ১ টি সাংগঠনিক ওয়ার্ড এবং খুরুশকুল শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পসহ ১৮ টি স্থানে স্বাস্থ্যবিধি মেনে গরিব দুঃখী, এতিম ও দুস্থ পর্যায়ের ১৫ হাজার মানুষকে দুপুরে এক বেলা খাওয়াবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় জেলা আওয়ামী লীগের এই কর্মসূচী।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে সকল ধরণের প্রস্তুতি-আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারী এবি ছিদ্দিক খোকন।

এদিকে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কক্সবাজার কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় কালোব্যাজ ধারণ, এরপর সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ।

দিনটিতে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচারের পাশাপাশি সকাল ৯টায় বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকালে পৌরসভা সম্মেলন কক্ষে শোক দিবসের রয়েছে আলোচনা সভা।

শোক দিবসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •