cbn  

ওসমান আবির :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফে নাফ নদের তীর ঘেঁষে নির্মানাধীন সীমান্ত সুরক্ষা সড়কে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজার এর উদ্যোগে সীমান্ত সুরক্ষা সড়কে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন, পাউবো কক্সবাজার’র নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, টেকনাফস্থ ২ বিজিবি প্রতিনিধি মেজর এসএম সালাহ উদ্দীন, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী তাজুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঠিকাদার গিয়াস উদ্দীন, উত্তম কুমার শাখারী ননী সহ সাবরাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট দল।

বৃক্ষরোপন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। বিভিন্ন সময়ে মৌসমী প্রাকৃতিক দূর্যোগে বৃক্ষই আমাদের রক্ষাকবচ হিসেবে ভূমিকা রাখে। কাজেই আমাদের জানমালের সুরক্ষার জন্য নদী বা সমুদ্রের উপকূলে প্রচুর গাছ লাগানোর কোন বিকল্প নেই।

প্রসঙ্গত, মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে নাফ নদের তীর ঘেঁষে নির্মিত হচ্ছে ৬১ কিলোমিটারের সীমান্ত সুরক্ষা সড়ক। ১৪১ কোটি টাকার এ সড়কটি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে উখিয়ার পালংখালী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ গিয়ে শেষ হবে। পাঁচটি প্যাকেজে সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০২১ সালের জুনের আগে সড়ক নির্মানের কাজ শেষ হবে বলে জানান পাউবো কক্সবাজার’র নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •