cbn  

নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ফুলছড়ি শিয়াপাড়ার বাসিন্দা আলহাজ্ব আব্দুস সালাম (৭০) ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকালে বাড়িতে স্ট্রোক করেন। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

আলহাজ্ব আব্দুস সালাম ডায়াবেটিক, কেডনি রোগী ছিলেন। সাংসারিক জীবনে তিনি ৩ ছেলে ও ৭ মেয়ে সন্তানের জনক।

শনিবার (১৫ আগস্ট) সকাল দশটায় শিয়াপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন ছেলে রেজাউল করিম রেজু।

আলহাজ্ব আব্দুস সালাম মেম্বার ফুলছড়ি শিয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তিনি ১৯৮৬ সালে মেম্বার নির্বাচিত হন। এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমাজসেবামূলক কাজে জড়িত। ধর্মীয় কাজেও তিরি বেশ মনোযোগি ছিলেন।

সাবেক এই জনপ্রতিনিধির আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •