cbn

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোঃ মুজিবুল হক স্ত্রী, দুই শিশু পুত্র সহ পরিবারের ৪ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ আগস্ট কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে এডভোকেট মোঃ মুজিবুল হক সহ তার পরিবারের ৪ সদস্যের নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। বিষয়টি এডভোকেট মোঃ মুজিবুল হক নিজেই নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হওয়া এডভোকেট মোঃ মুজিবুল হকের পরিবারের অন্য ৩ সদস্য হলো-তার সহধর্মিণী ফাতেমা বেগম, দুই শিশু পুত্র শহরের হলিচাইল্ড স্কুলের ৫ম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইয়াহিয়া (১০) ও একই স্কুলের ৩য় শ্রেণির ছাত্র তারেকুর রহমান (৮)। এডভোকেট মোঃ মুজিবুল হক উখিয়া উপজেলার ইনানীর মনখালী এলাকার বাসিন্দা শামসু উদ্দিন আহমদ এর সন্তান।

এডভোকেট মোঃ মুজিবুল হক জানান, কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ উত্তর রুমালিয়ার ছরায় বাসাতে আইসোলেশন থেকে আক্রান্ত সকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এডভোকেট মোঃ মুজিবুল হক সহ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মোট ১২জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আরো ১১জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারমধ্যে ১০জন আইনজীবী সুস্থ হলেও একজন জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহ রানা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ এর দেওয়া তথ্য মতে, গত ১৩ আগস্ট পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যে ১১জন আইনজীবী করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন-গত ১৩ মে এডভোকেট ছৈয়দ হোছন, গত ২৪ মে এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন, গত ২ জুন এডভোকেট মাকসুদুর রহমান, গত ১৪ জুন এডভোকেট আবুল কাশেম (২), গত ১৫ জুন এডভোকেট আজিম উদ্দিন, গত ১৯ জুন এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, গত ২৩ জুন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, গত ৩জুলাই এডভোকেট মুহাম্মদ ওসমান গনি, গত ২০ জুলাই এডভোকেট আমিন উদ্দিন, গত ৩০ জুলাই এডভোকেট এস্তাফাজুর রহমান ও সর্বশেষ গত ১৩ আগস্ট এডভোকেট মোঃ মুজিবুল হক। তারমধ্যে, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি’র করোনা আক্রান্ত ১২জনের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহ রানা গত ২২ জুন চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত বাকী ১০ জন আইনজীবী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। তিনি জানান, আইনজীবীদের সুরক্ষায় জাতীয় স্বাস্থ্য বিধির গাইডলাইন অনুসরণ করে জেলা আইনজীবী সমিতি ভবনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনজীবী সমিতির পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম টিপু জানান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কোভিড-১৯ বিষয়ক আপডেট তথ্য নিয়মিত বাংলাদেশ বার কাউন্সিলে প্রেরণ করা হচ্ছে।

এদিকে, করোনা আক্রান্ত এডভোকেট মোঃ মুজিবুল হক ও তার পরিবারের আরো ৩ সদস্যের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •