ড.আব্দুস সাত্তার,ওয়াশিংটন ডি,সি :
আসন্ন ৫৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন রানিং মেট হিসেবে সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিয়েছেন।

আমেরিকার ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট টিকেট পেল। ৫৫ বছর বয়সী কমলা হ্যারিসই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূত। ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্যও লড়েছিলেন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভের মধ্যে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জানিয়েছিলেন তিনি। এর আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস।

আমেরিকার ২৪৪ বছরের ইতিহাসে এর আগে মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিংমেট হবার জন্য মনোনীত হয়েছিলেন। একজন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারাহ পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরাল্ডাইন ফেরারো। তাদের কেউই হোয়াইট হাউসে যেতে পারেননি। এবার কি হবে তা দেখার জন্য আরও ৮৩ দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।