জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনে প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তিঃ

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী- জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা আজ (১১ আগস্ট), মঙ্গলবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২৯ আগস্ট ২০ইং, রোজ শনিবার, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট, বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

দিনব্যাপী গৃহিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে- সকাল ৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত ও উত্তোলন। সকাল সাড়ে ৭টায় কালো বেইজ ধারণ, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন। সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচী। দুপুর ১২টায় এতিমদের মাঝে খাবার পরিবেশন।

উক্ত প্রস্তুতি সভায় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-এর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন হুমায়ুন কবির হিমু, জাহেদ ইফতেখার, ফরিদুল আলম, তাজ উদ্দিন সিকদার তাজমহল, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক ডালিম বড়–য়া, আসাদ উল্লাহ সিআইপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন- কুতুব উদ্দিন, এড. নুরুল ইসলাম সায়েম, আনোয়ার করিম, মো: সিরাজদৌল্লাহ, ইউছুপ নবাব শাহ, আলী আহমদ, নুরুল আলম, আমির হোসেন, শওকত আলী মানিক, এড. রবিউল এহসান, ইসমাইল সাজ্জাদ, মুমিনুল হক, মো: দিদারুল ইসলাম রুবেল, আহসান সুমন, মুহাম্মদ ফারুক, জুনায়েদ কবির জুয়েল, মোনাফ সিকদার, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত রিগ্যান, এড. শামসুল আলম, এড. আরিফুল মোস্তফা, নাছিরুল ইসলাম সিকদার, রউফ নেওয়াজ ভুট্টো, মাসেকুর রহমান, রেজা আল নাহিয়ান, জমির হোসেন, কাজী দিদারুল আলম, এড. ফয়সাল, আবুল কাসেম, মিজান উদ্দিন সিকদার, মিজানুর রহমান হিমেল, সাজ্জাদ পারভেজ নয়ন, শেখ শহীদুল ইসলাম বাবুল, আতা উল্লাহ আতিক, কাইয়ুম হুদা বাদশা, আরিফ উল্লাহ খান, নবী হোসেন, আব্দু শুক্কুর খন্দকার, আবদুল আহমদ প্রমুখ-সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত তারিখে দিনব্যাপী কর্মসূচীতে- জেলা যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী এবং সকল উপজেলা/পৌরসভার সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়কবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।