ড.আব্দুস সাত্তার

রাঙ্গা আর সোনাইর ভালোবাসা এখন তুঙ্গে।
প্রতিদিনই তারা নিদিষ্ট জায়গায় দেখা না করলেই নয়।
কোন কারন বশত: একদিন দেখা না হলে , কৈফিয়ত দিতেই দিনসারা।
সোনাইর বিশাল বুকে রাঙ্গা মাথা রেখে বলে ,এখানে সারাজীবন ঘুমাতে চাই।
সোনাই বলে, তোমার জন্যই এই বুকের মাঝখানটা সংরক্ষিত।

করোনার পর দু’জনার আর দেখা হচ্ছে না বহুদিন।
হচ্ছে  কথা ফোনে , ভরছেনা  মনে।
একদিন সোনাই ফোন করে বলে, চলো আমরা দেখা করি।
রাঙ্গা বলে, তুমি কি পাগল হয়েছ!
করোনায় কেন মরি!
I am sorry !
অথচ রাঙা সোনাই কত মিলিয়ন টাইম বলেছে তোমাকে ছাড়া বাঁচব না।
হায়রে ভালোবাসা! হায়রে করোনা!
নিজের জীবনের চেয়ে কাউকে ভালবাসা যায় না!


ড.আব্দুস সাত্তার ,ওয়াশিংটন ডি,সি
লেখক ও সাংবাদিক
০৮-১০-২০