আবুল কালাম , চট্টগ্রাম :

বৈশ্বিক মহামারিতে বন্ধ থাকার পর চলতি মাসের ১৬ আগস্ট থেকে দেশের বিভিন্ন রুটে বাংলাদেশের ১৩টি আন্তঃনগর ট্রেন চালু করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১৬ আগস্ট থেকে একতা, সুন্দরবন, পদ্মা, পারাবত, হাওর, অগ্নিবীণা, তিতুমীর, মহানগর, বিজয়, উপকূল, সীমান্ত, টুঙ্গিপাড়া ও জামালপুর কমিউটার ট্রেন যথারীতি সংশ্লিষ্ট রুটে চলবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে গত ২৪ মার্চ সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাসের কিছুটা বেশি সময় পর সীমিত পরিসরে ১ জুন থেকে আন্তঃনগর ট্রেন ফের চালু করা হয়। সেই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে ট্রেন।