ডেস্ক নিউজ:
নগরের আকবরশাহ থানার হারবাতলী এলাকায় একটি ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. রাজু (৩০), মো.রায়হান (২৮)। তারা দুজনই নির্মাণ শ্রমিক।

সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়েন দুই শ্রমিক। বিষাক্ত এ গ্যাসের কারণেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

এদিকে দুই নির্মাণ শ্রমিক নোয়াখালী এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করলেও নোয়াখালীর ঠিক কোন্ এলাকার বাসিন্দা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ। এছাড়াও দুই নির্মাণ শ্রমিক নগরীর কোন্ এলাকায় বসবাস করতেন তাও নিশ্চিত করতে পারেননি পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সিভয়েসকে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। এটি একটি দুর্ঘটনা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে।