কুতুবদিয়া সংবাদদাতা :

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌদূর্ঘটনায় নিখোঁজ জেলে ফরিদকে ৫দিন ধরে সাগরে খোজাখোঁজি করে পাওয়া যায়নি। গত  ১ আগস্ট রাতে কুতুবদিয়া উপকূলের উত্তর ধুরুং আকবরবলী ঘাট হতে এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ৯জন জেলে নিয়ে সাগরের গুলিরধার নামক স্থানে মাছ ধরতে যায়। ট্রলার মালিক নিজেই মাঝির দায়িত্ব পালন করে। নৌ দূর্ঘটনার কবলে পড়ে নৌকাটি ডুবে যাওয়ায় ৯ জেলে সাগরে ভাসতে থাকে। অন্যান্য ফিশিং ট্রলার সাগরে মাছ ধরতে গেলে দূর্ঘটনা কবলিত ট্রলারের জেলেরা সাগরে ভাসতে দেখে পৃথক পৃথক কয়েকটি ট্রলার ৮ জেলেকে উদ্ধার করে। তাদের মধ্যে উত্তর কৈয়ারবিল এলাকার মৃত নুরুল হুদার ছেলে ফরিদুল আলম (৩৮) নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া ট্রলার মাঝি আলতাফ হোসেন বলে, সাগরে মাছ ধরতে গিয়ে গুলিরধার নামক স্থানে দূর্ঘটনায় নৌকাটি ডুবে যায়। নিজেসহ ৮ জেলে অন্যান্য ট্রলার তাদের উদ্ধার করে কুতুবদিয়ার উপকূলে নিয়ে আসে। সে সময় থেকে এ পর্যন্ত জেলে ফরিদের সন্ধান পাওয়া যায়নি। বিগত ৫দিন ধরে নিখোঁজ ফরিদের সন্ধানে সাগরে ট্রলার নিয়ে অনেক খোজাখোজি করে পাওয়া যায়নি। এ ব্যাপারে ট্রলার মালিক আলতাফের ছোট ভাই রবিউল হোসেন নিখোঁজ ফরিদের বিষয়ে গত ৪ আগস্ট কুতুবদিয়া থানায় ১০৭ নাং সাধারণ ডায়েরী করেন। অপরদিকে নিখোঁজ ফরিদের বড়ভাই মোঃ ইদ্রিচ ৫ আগস্ট কুতুবদিয়া থানায় ১৩৩ নং সাধারণ ডায়েরী করেন।