মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৬আগস্ট ২১৯ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩১জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ২৩ জন, বান্দরবান জেলায় ৪ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন, রোহিঙ্গা শরনার্থী ২জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ১জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ১৮৮ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ পাওয়া ২৩জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৩জন, উখিয়া উপজেলায় ৩জন, চকরিয়া উপজেলায় ২জন, রামু উপজেলায় ১ জন ও পেকুয়া উপজেলায় ৪জন ।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৪৯৮ জনে পৌঁছেছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সাকিয়া হক’র ম্যাপিং থেকে জানা গেছে,
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৯জন স্থানীয় নাগরিক ও ৬জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৮৭% ভাগ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ৩আগস্ট পর্যন্ত জেলায় ২৭৮৫জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০’১৯% ভাগ বলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের তৈরীকৃত জেলার কোভিড-১৯ এর সার্বিক ম্যাপিং থেকে জানা যায়।

এছাড়া জেলায় ৪৭৭জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ১১৯ জন করোনা রোগী।