রিদুয়ানুর রহমান:
উখিয়া কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা ২০ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর নিয়মিত অভিযানিক দল কুতুপালং বাজারের দক্ষিণে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অজ্ঞাত এক মাদক কারবারি পালিয়ে যায়৷

আটককৃত ব্যক্তি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ (ব্লক-বি-১৫) এর ইউসুফ আলীর পুত্র মোঃ রশিদ (৩৫)।

পরে আটক মাদক ব্যবসায়ীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১,৯৫০ (এক হাজার নয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা জানান র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাবের মিডিয়া সেলের এই কর্মকর্তা।