আবুল কালাম , চট্টগ্রাম :

ঈদুল আজাহার বাকী এক দিন তাতে নগরীর পশুর হাট গুলোতে হঠাৎ পশু সংকট ও সরবরাহ কমে যাওয়াই হঠাৎ বেড়ে গেছে কোরবানি পশুর দাম । ক্রেতা সাধারণ গরু, ছাগল না পেয়ে বিভিন্ন বাজারে ঘুরতে দেখা যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে পশু সরবরাহ কিছুটা থাকলেও সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর হালিশহর,সাগরিকা,নয়াবাজারসহ নানা পশুর হাটে সংকট দেখা দেয় পশুর।

রাস্ততায় গাড়ি থেকে গরু বাজারে নামলেই তা কিনতে ভিড় করেন অনেকে।

বাজারে গরু রাখার জায়গাগুলো খালি পড়ে আছে। পশু না পেয়ে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন। যদিও সংকট তৈরি হওয়ার গ্রাম থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে বলে জানা গেছে।