প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার অভিজাত হোটেল সায়মন সার্ফ সাইড ক্যাফেতে সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্টিত হয়। সভায় পৌর মেয়র মুজিবুর রহমান বলেন কক্সবাজারে মেডিকেল কলেজ, সিভিল সার্জেন ও পৌর আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক স্বাস্থ্য টিম কন্টাক্ট্র ট্রেসিং এর মাধ্যমে করোন নিয়ন্তনে প্রশংসনীয় কাজ করছে। তাদের সাথে আমি সব সময় আছি এবং সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।

সভা পরিচালনা করেন ডেপুটি সিভিল সার্জেন ড: মহিউদ্দিন মো: আলমগীর। বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ,সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, কক্সবাজার মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাঃ শাহাজাহান নাজির, রিসোজ পার্সন মোঃ আমিরুদ্দীন কক্সবাজার মেডিকেল কলেজ এর কনসালটেন্ট সার্জন ডাঃ আরিফ হোসেন, কক্সবাজার ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ,বি সিদ্দিক খোকন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ স্বাস্থ্য সেচ্ছাসেবক টিমের সমন্বয়ক ওয়াহিদ মুরাদ সুমন ও মোঃ ফয়সল হুদা প্রমূখ

সভাই উপস্হিত সবার পরামর্শে করোনা সর্ম্পকে মানুষকে আরো সচেতন করার লক্ষে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ঈদে মসজিদে মসজিদে প্লে-কার্ড,ফেস্টুনের মাধ্যমে সচেতন করা,ঘরে ঘরে স্টিকার লাগানো, হলুদ, সবুজ, লাল, তিন ধরনের ডাষ্টবিন বসানো হবে। স্কুল কলেজে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ক্লাস নেওয়া হবে, পর্যটন জোনে স্বাস্থ্য বিষয়ক স্টেশন স্থাপন, কন্টাক্ট্র ট্রেসিং এর কাজ আরো এগিয়ে নিতে হবে, আবর্জনা যথাযথ স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে।নো মাস্ক নো সার্ভিস পালন করতে হবে।