সিবিএনঃ
রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত অধ্যাপক শফিউল আলম ও মাহবুব মোর্শেদ আমিনের নামাজে জানাজা আজ বাদে আসর জোয়ারিয়ানালা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবারের সুত্রে তা নিশ্চিত হওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে বাজারের ব্রীজের উত্তর পাশে কালা মিয়া বাজার সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শফিউল আলম কক্সবাজার সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
নিহত অপরজনের নাম মাহবুব সিকদার (৬০)। তিনি ঘোনার পাড়া ৫ নং ওয়ার্ডের মৃত নুর আহমদ সিকদারের ২য় ছেলে।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জোয়ারিয়া নালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোরহান উদ্দীন। তিনি একই এলাকার মৃত আনোয়ারুল হকের পুত্র।
প্রতিদিনের মতো তারা সকালে হাটতে গেলে এই দুর্ঘটনার শিকার হয়।