রিদুয়ানুর রহমান:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অমান্য করার দায়ে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেনের সহায়তায় ৯টি প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫।

যার মধ্যে উখিয়ার সুমাইয়া স্টোর’কে ৫,০০০, কামাল স্টোর’কে ২০,০০০, ফিরোজ আহমেদ স্টোর’কে ৫,০০০, বেলাল রাইস স্টোর’কে ১০,০০০, আয়াত এন্টারপ্রাইজ’কে ৫,০০০, কেটিপি এন্টারপ্রাইজ’কে ৩,০০০, মামুন এন্টারপ্রাইজ’কে ১০,০০০, মাহিয়া গ্যাস স্টোর’কে ১০,০০০ ও ইসহাক স্টোর’কে ৫,০০০ টাকা জরিমানা করে।

দিনব্যাপী উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে জানান র‌্যাব-১৫ কক্সবাজার এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।