মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আজ সোমবার ২৭ জুলাই ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী উখিংনু
নুশাং এর প্রথম প্রয়াণ দিবস। নুশাং ছিলো কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রধান সহকারী, বিশিষ্ট রাখাইন গবেষক, লেখক ও শহরের কৃষি অফিসের পশ্চিম পার্শ্বে এন্ডারসন রোডের বাসিন্দা মংবা অং (মংবা) ও জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ম্যা ম্যা চি এর একমাত্র কন্যা। মরণঘাতি ডেঙ্গুতে প্রাণ হারানো উখিংনু নুশাং একবছর আগে এদিনে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পথে এ্যাম্বুলেন্সের উপরই না ফেরার দেশে চলে যায়। উখিংনো নুশাং জেএসসি, এসএসসি ও এইসএসসি পরীক্ষা কৃতিত্বের সাথে পাশ করেছিল।

উখিংনো নুশাং এর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে ২৭ জুলাই সোমবার ১৬ টি স্মৃতিচারণ মূলক লেখা নিয়ে ‘উখিংনু স্মৃতি স্মারক’ নামে একটি ভার্চুয়াল স্মরণিকা প্রকাশ করা হয়েছে। লেখা গুলোর মধ্যে একটি ইংরেজি ভাষায় লেখা প্রবন্ধও রয়েছে। এছাড়া একইদিন রাখাইন ধর্মীয় রীতিনীতি অনুসারে উখিংনু নুশাং এর পারলৌকিক সুখ ও সদগতি কামনা করে প্রার্থনাও সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন-প্রয়াত উখিংনু নুশাং এর পিতা মংবা অং মংবা।