অনলাইন ডেস্ক:

সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৫ লাখ ২৯ হাজার ৭৮ জন মানুষ। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

গতকাল রোববার মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মারা গেছে ৭২৯ জন। প্রাণহানির দিক থেকে এর পরেই রয়েছে ভারতের অবস্থান। দেশটিতে ৭১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত ও প্রাণহানি কিছুটা কমেছে। সেখানে মারা গেছে ৪৪৭ জন এবং শনাক্ত ৫৫ হাজারের বেশি। করোনায় আক্রান্তের দিক থেকে ২য় স্থানে ব্রাজিলে নতুন করে ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৫৬ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৩৭ হাজার ৯৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮২৬ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯০৬ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের।