মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদেশ গমনেচ্ছু নাগরিকদের কমপক্ষে ৭২ ঘন্টা আগে করোনা ভাইরাসের নমুনা টেস্টের জন্য নির্ধারিত বুথে নমুনা দিতে হবে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, সিভিল সার্জন অফিসেই বিদেশ গমনেচ্ছু কক্সবাজারের নাগরিকদের জন্য ‘কোভিড-১৯ নমুনা সংগ্রহ বুথ’ খোলা হয়েছে। সকাল ৯ টা থেকে সকাল ১১ টার মধ্যে সেখানে এসে নমুনা দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের আগে বিমান টিকেট ও পার্সপোর্টের মূল কপি দেখাতে হবে এবং সত্যায়িত ফটোস্ট্যাট কপি সিভিল সার্জন অফিসে জমা দিতে হবে। নমুনা টেস্ট বাবদ ৩ হাজার ৫ শ’ টাকা ফি দিতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান। নমুনা প্রদানের পর বিদেশ যাওয়ার আগ পর্যন্ত নমুনা প্রদানকারীকে নিজ দায়িত্বে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকতে হবে।