মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের সকল হোটেল, মোটেল রেস্টহাউজ, গেস্টহাউজ, রেস্টুরেন্টের সকল পর্যায়ের স্টাফদের বেতন ভাতা ঈদ-উল-আযহার আগেই পরিশোধ করার জন্য কক্সবাজার জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। রোববার ২৬ জুলাই বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের ফেইবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই অনুরোধ জানানো হয়।

যৌক্তিকভাবে যে সকল স্টাফ বেতন-ভাতা পাওনা রয়েছে তাদেরকে ঈদ-উল-আযহার পূর্বেই তা পরিশোধ করার জন্য স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। নিম্মে জেলা প্রশাসকের ফেইবুকে দেওয়া স্ট্যাটাসট তুলে ধরা হলো :

“ঈদ-উল-আযহার পূর্বেই স্টাফদের বেতন-ভাতা প্রদানের জন্য কক্সবাজারের সকল হোটেল, মোটেল রেস্টহাউজ, গেস্টহাউজ, রেস্টুরেন্ট মালিকদের অনুরোধ জানানো হলো।”

প্রসঙ্গত, কক্সবাজারের হোটেল, মোটেল রেস্টহাউজ, গেস্টহাউজ, রেস্টুরেন্ট মালিকদের অনেকে গত ৫ মাস ধরে স্টাফদের বেতন-ভাতা পরিশোধ করছেনা বলে অভিযোগ উঠেছে। ফলে করোনাকালীন পরিস্থিতিতে অনেক স্টাফ এখন মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।