মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনাকালে জেলার কোভিড-২৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় IOM’র মানবিক সহায়তা ব্যাপক অবদান রাখছে। রামু এবং চকরিয়া আইসোলেশন ও ট্রিটমেন্ট সেন্টার এর সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে IOM’র এ্যাম্বুলেন্স সহ জরুরি চিকিৎসা সামগ্রী প্রদানকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ আশাবাদ ব্যক্ত করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের অনুরোধে সাড়া দিয়ে আইওএম আনুষ্ঠানিকভাবে ২৬ জুলাই রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ্যাম্বুলেন্স সহ এসব জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মানবিক আবেদনে সাড়া দেওয়ায় আইওএম’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশে করোনা সনাক্তের শুরু থেকেই কক্সবাজারে জাতি সংঘের প্রতিষ্ঠান IOM’র (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা) মানবিক ভূমিকা ছিলো লক্ষনীয়।

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব -উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) এসএম সরওয়ার কামাল, IOM’র কক্সবাজারের অফিস প্রধান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Thanks and gratitude to IOM.