সিবিএন ডেস্ক :

নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন। গত ৬ জুলাই থেকে ১২ জুলাই তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেয়া হয় ইসরাফিল আলমকে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা জানান, তার শরীরে অক্সিজেনের মাত্রা মাত্র ৩০ ভাগ আর ৭০ ভাগ চলছে কৃত্রিমভাবে। এজন্য তার অবস্থা সংকটাপন্ন রয়েছে।

গত শুক্রবার (২৪ জুলাই) রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ইসরাফিল আলম ২০১৪ থেকে বর্তমান পর্যন্ত নওগাঁ ৬ আসনের এমপি। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। এছাড়া শ্রমিক নেতা হিসেবেও সুপরিচিত রয়েছে তার।