মাহমুদুল করিম মাহমুদ
সংবাদদাতা, মক্কা ।

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু বক্কর শিকদার (৫০) নামে আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে । এই নিয়ে দেশটির বিভিন্ন প্রদেশে গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৭০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

করোনাই ৬৭০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু সৌদি আরবে:

গত বুধবার স্থানীয় সময় বেলা ১১ টায় মক্কার আল জাহের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আবু বক্কর। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম।

নিহত আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার বাসিন্দা। তিনি চার সন্তানের জনক।

নিহতের ফুফাতো ভাই নুরুল আবসার জানান , প্রায় ১৮ দিন আগে আবু বক্কর সিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু বক্কর শিকদার সৌদি আরবের মক্কায় একটি দোকানে চাকরি করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ মক্কাতেই দাফন করা হবে।
অন্যদিকে , আবুবক্কর শিকদারের মৃত্যুর খবর বাড়িতে পৌছুলে নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

গত শনিবার ২৫ জুলাই পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ তথ্য মতে , দেশ থেকে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৩ জন। এখন পর্যন্ত ২ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৭ হাজার ৭৮২ জন।