শাহেদ মিজান, সিবিএন:

টেকনাফে র‌্যাবের সাথে বন্দুযুদ্ধে  মোঃ রশিদুল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

বুধবার মধ্যরাতে টেকনাফ  হ্নীলা দমদমিয়া জাহাজঘাটস্থ পাহাড়ি এলাকায়  ডাকাত ও র‌্যাব-১৫ এর সদস্যদের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে।  উদ্ধার করা হয়েছে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি।

র‌্যাবের এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত রশিদুল্লাহ হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের শফিকুল্লাহার ছেলে। সে একজন ডাকাত। সে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ খালেক গ্রুপের সদস্য।

র‌্যাব জানিয়েছে, র‌্যাবের কাছে খবর আসে, হ্নীলা দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় একদল ডাকাত সংবদ্ধ হয়েছে। এই খবরের সূত্র ধরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।  উপস্থিতি টের পেয়ে র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায় বলে র‌্যাব সূত্র জানিয়েছে।