আলমগীর মাহমুদ

‘সাপরে লম্বা বলবি না , ব্যাঙরেও বেটে বলিস না’ । ‘বোবার শক্র নাই’… এমন আপ্তবাক্য শুনে শুনেই বড় হওয়া ।

সাহেদ , সাবরিনারা করোনা জাল জালিয়াতি যাহা করেছে করুক বলে চুপ রইলাম । মনেরে হুনাইলাম সত্য ব্ল্যাকের জমানায় আদা ব্যাপারী জাহাজের খবর লইয়া লাভ অইবো না ! তাল মিলা। তালছে … তাল … মিলা!

করোনাদিনে পি, পি এন৯৫ মাক্স জালিয়াতির কথা আইলো তখনও মনেরে কইলাম চুপ..! ”তুই বাঁচলে বাংলাদেশ”!

ডঃ বিজন কুমার শীল ডাঃ জাফর উল্লাহর কীট কিটের কবলে খিলবিল করছে চোখেরে কইলাম অ..চোখ চাই থাক, কানেরে কইলাম অ..কান হুনি থাক!

সেদিন একজন কইল রোয়াইঙ্গা রিফুইজির শহর কুতুপালং এখন সিঙ্গাপুর !

হু হ্যাঁ কিছুই কইলাম না , সে আমার দিকে তাকানর মত কইরা একবার তাকাইলো ।

তারপরও কিছু কইলাম না দেখে সে চাউর কইরা গেল প্রফেসার মাথা ঠিক নাই !

জন্মদিন পালনের লায় ছাত্ররা অস্থির । তাগো জানাইবার পারলাম না । এই জন্মদিন প্রাইমারী ভর্তির কালে স্যারের দেয়া। মা’র হাতেরটা নয় । ভাবনা ত কথা খালি একখান ”তারা যদি বুইঝ্যা যায় আমি হেই জমানার, আমও শেষ, ছালাও নিরুদ্দেশ !

ভুলাইয়া ভালাইয়া ডিজিটাল তকমা লাগনর লায় । মিছা হাসির পিক ! সেল্পি!

তালছে … তাল … মিলা! তাল মিলাতে মিলাতে আজ নিজেই বেতালে।

বেতালের মিছা হাসি যে কি যাতনার বুঝনর কেউ আছেরে.. !

 


লেখকঃ- বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, উখিয়া কলেজ ,কক্সবাজার।
alamgir83cox@gmail.com