মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আমিন উদ্দীন তাঁর কন্যা সাদিয়া নুর ইউসরা সহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২০ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে এডভোকেট আমিন উদ্দীন তাঁর কন্যা সাদিয়া নুর ইউসরা’র নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল আলম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। এডভোকেট আমিন উদ্দীন ও তাঁর কন্যা সাদিয়া নুর ইউসরা (১৭) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর রুমালিয়ার ছরায় নিজ বাসভবনে আইসোলেশন থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এডভোকেট আমিন উদ্দীন ২০০৬ সালের ২১ আগস্ট একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি মরহুম হাকিম আবু ছৈয়দ চৌধুরীর সন্তান। তাঁর কন্যা সাদিয়া নুর ইউসরা কক্সবাজার সরকারি কলেজের এইসএসসি পরীক্ষার্থী। এনিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মোট ৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর আগে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আরো ৮ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারমধ্যে ৭ জন আইনজীবী সুস্থ হলেও একজন জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহ রানা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ এর দেওয়া তথ্য মতে, গত ২০ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির যে ৮ জন আইনজীবী করোনা আক্রান্ত হয়েছেন তারা হলেন-গত ১৩ মে এডভোকেট ছৈয়দ হোছন, গত ২৪ মে এডভোকেট মোহাম্মদ নাছির উদ্দিন, গত ২ জুন এডভোকেট মাকসুদুর রহমান, গত ১৪ জুন এডভোকেট আবুল কাশেম (২), গত ১৫ জুন এডভোকেট আজিম উদ্দিন, গত ১৯ জুন এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, গত ২৩ জুন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এবং সর্বশেষ গত ২০ জুলাই এডভোকেট আমিন উদ্দিন। তারমধ্যে, এডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি’র করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী এডভোকেট ছালামত উল্লাহ রানা গত ২২ জুন চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত বাকী ৭ জন আইনজীবী ইতিমধ্যে সুস্থ হয়েছেন। তিনি আরো জানান, আইনজীবীদের সুরক্ষায় আইনজীবী সমিতি ভবনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কোভিড-১৯ বিষয়ক আপডেট তথ্য নিয়মিত বাংলাদেশ বার কাউন্সিলে প্রেরণ করা হচ্ছে।

এদিকে, করোনা আক্রান্ত এডভোকেট আমিন উদ্দীন তাঁর ও তাঁর কন্যা সাদিয়া নুর ইউসরা’র সুস্থতার জন্য তাঁর ভাই ১৫ আনসার ব্যটালিয়নের কমান্ডার এএসএম আজিম উদ্দিন সবার কাছে দোয়া চেয়েছেন।