মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুর রহমানের শ্বাশুড়ি ও ডা. তাজিন শারমিন রহমানের গর্বিত মাতা বেগম রাজিয়া আহমেদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। ২০ জুলাই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম রাজিয়া আহমেদ শেষ নিঃস্বাস ত্যাগ করেন। বিষয়টি মরহুমার জামাতা ডা. আরিফুর রহমান সিবিএন-কে জানিয়েছেন।

কিশোরগঞ্জের চর শোলালিয়ার মরহুম তাহের উদ্দিন আহমেদের সহধর্মিণী বেগম রাজিয়া আহমেদ ৭ কন্যা, ২ পুত্র সন্তানের গর্বিত জননী। বেগম রাজিয়া আহমেদ এর ঐকান্তিক প্রচেষ্টা পরিশ্রমে তারা সকলে সুপ্রতিষ্ঠিত। রত্নগর্ভা বেগম রাজিয়া আহমেদ এর ৩ সন্তান চিকিৎসক, ১ সন্তান এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, ১ সন্তান জেলা মৎস্য কর্মকর্তা,
১ সন্তান যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক,
১ সন্তান পিটিআই এর ইন্সট্রাক্টর, ১ সন্তান অবসরপ্রাপ্ত শিক্ষক,
এক সন্তান প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। বেগম রাজিয়া আহমেদ এর পরিশ্রমের ফসলে তাঁর সন্তানেরা সকলে আজ পরিচিত মুখ।

মঙ্গলবার ২১ জুলাই জুহুরের নামাজের পর রত্নগর্ভা মরহুমা বেগম রাজিয়া আহমেদ এর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে ডা. আরিফুর রহমান জানিয়েছেন।