টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে হত দরিদ্র ও অসহায়-গরীব শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুলাই)  আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা।

আন্তর্জাতিক দাতা সংস্থা অষ্ট্রেলিয়ান এইড এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যশনাল এর সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি এর বাস্তবায়নে এ উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্লান ইন্টারন্যশনালের এইচপি  প্রজেক্ট ম্যানেজার মোঃ রমজান আলী। স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি সংস্থার এইচপি প্রজেক্টের কো-অর্ডিনেটর জিল্লুর রহমান জয়।

শিক্ষার্থীদের প্রত্যেককে একটি ব্যাগ, টিফিন বক্স, ছাতা, এক ডজন কলম, স্কেল, খাতা, বিতরণ করা হয়