নুরুল আমিন হেলালী :

করোনা মহামারি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ঈদগাঁও বাজারের করোনায় বিপর্যস্ত দরিদ্র ব্যবসায়ীদের বিক্রয় টুল সম্পুর্ণ ফ্রি ঘোষনা দিলেন ইজারা প্রাপ্ত প্রতিষ্টান আর.এন এন্টারপ্রাইজের এমডি রমজানুল আলম কোম্পানী। ১৯জুলাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজ বুক পেইজের মাধ্যমে করোনায় বিপর্যস্ত ঈদগাহ বাজারের ব্যবসায়ীদের আগামী ঈদুল আজহা পর্যন্ত টুল ফ্রি দেয়ার সংবাদ প্রকাশ করেন।

জানা যায়,এই অর্থ বছরে সম্পুর্ণ বৈধ প্রক্রিয়ায় প্রায় কোটি টাকা রাজস্ব দিয়ে বাজারটি ইজারা নেন মেসার্স আর.এন এন্টারপ্রাইজ নামক সেবামুলক প্রতিষ্টানটি। ইজারা পাওয়ার পর থেকে বিভিন্ন গণমাধ্যমে তারা করোনাকালীন সরকারকে রাজস্ব দিয়ে শুধুমাত্র ঈদগাঁওবাসীর সেবা করার লক্ষ্যেই বাজারটি ইজারা নিয়েছেন বলে জানিয়েছিলেন প্রতিষ্টানটির চেয়ারম্যান শহিদুল হক সোহেল। তারই ধারাবাহিকতায় পরিচালনা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ১৯জুলাই থেকে বাজারের কোরবানির পশুর হাট,ছাগলের বাজার,মাছ বাজার,গাছ বাজার,মুরগি বাজার,ব্যতিত অন্যান্য সকল ধরনের পন্য ব্যবসায়ীদের কোন টুল বা হাসিল দিতে হবে না বলে ঘোষনা দেয়া হয়।

এদিকে বাজারের টুল ফ্রি করার সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন আর.এন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রমজানুল আলম কোম্পানী। অন্যদিকে করোনা সংকটে ঈদগাঁও পশুর হাটে অনলাইনে গরু-মহিষ ক্রয়-বিক্রয়সহ সরাসরি সিসি ক্যামেরায় প্রজেক্টরের মাধ্যমে বাজারে লাইভ দেখে পশু ক্রয়-বিক্রয় করা যাবে বলেও জানা গেছে। এছাড়া করোনা মোকাবেলায় জীবানুনাশক স্প্রে,বিনা মুল্যে মাস্ক বিতরন,সামাজিক দুরত্ব বজায় রাখা,পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা,২৪ ঘন্টা পশু ক্রয়-বিক্রয়ের জন্য পর্যাপ্ত লাইটিংসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলেও জানা গেছে।

অপরদিকে এবার ঈদগাঁও কলেজ মাঠে কোরবানির পশুর হাট বসায় খুশি ক্রেতা-বিক্রেতারা। পশু ব্যবসয়ী আমান উল্লাহ,আমির হোছন ও আব্দু শুক্কুর জানায়,কলেজ মাঠে সুন্দর ব্যবস্থাপনায় হাট বসায় তারা খুব খুশি। কারন ক্রেতা-বিক্রেতারা কলেজের উন্মুক্ত মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে পছন্দমত পশু ক্রয়-বিক্রয় করতে পারবে।

বাজারের খুচরা ব্যবসায়ী জলিল,সাত্তার,মোনাফ জানায়, আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের ইজারাদার কর্তৃক হাসিল মওকুপ করে দেয়ায় আমরা আনন্দিত। এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও করোনা কালে কোরবান উপলক্ষ্যে বাজারের টুল ফ্রি করে দেয়ায় সাধুবাদ জানিয়েছে ঈদগাঁওবাসী।