মো. নুরুল করিম আরমান, লামা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন পার্বত্য জেলায় ৬ লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচী গ্রহণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, বাগান মালিক, সরকার বেসরকারী দপ্তরে রোপন ও বিতরণ করা হয় বিনামূল্যে সাড়ে ১২ হাজার ফলজ, বনজ ও ওষুধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা। রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, যুবলীগ নেতা সাহাব উদ্দিন রিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচীর আয়োজন করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশত বার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে এ কর্মসূচির আয়োজন বলে জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।