খলিল চৌধুরী, সৌদি আরবঃ
২০২০ সালের পবিত্র হজে অংশ নিচ্ছে সৌদি আরবসহ বিশ্বের ১৬০টি দেশের প্রায় ১০ হাজার নাগরিক। যারা অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে হজের অনুমতি পাবে।

করোনার কারণে ইতিহাসে এই প্রথমবারের মতো এত অল্প সংখ্যক লোক নিয়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জামায়েত ‘হজ’ পালিত হচ্ছে।

মোট হজযাত্রীর ১০ হাজারের মধ্যে ৭০ শতাংশ সৌদি আরবে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসীরা। বাকি ৩০ শতাংশ সৌদি নাগরিক।

তবে কোন দেশের কতজন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।

হজের অনুমতি পাওয়া ব্যক্তিদের শিডিউল অনুযায়ী অনুমতিপত্র সঙ্গে নিয়ে হজের বিধান পালন করতে হবে।

এবছর হাজিরা মিনার তাঁবুতে থাকবেন না। মিনার নির্দিষ্ট তৈরি করা ভবনগুলোতে অবস্থান করবেন।

এদিকে, গত ১৭ জুলাই সৌদিআরবে করোনা ভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছে এ নিয়ে সৌদিতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৮৫১ জন।এদের মধ্যে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৯১ হাজার ১৬১ জন।চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৫২ হাজার ২৮৩ জন।

এ পর্যন্ত এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬২৬ জন বাংলাদেশী সহ ২,৪০৭ জন প্রান হারিয়েছে।সূত্র সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।