সাঈদী আকবর ফয়সাল, চকরিয়াঃ
চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলাম।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। আস্থার প্রতিক। বিট পুলিশের মাধ্যমে অত্র ইউনিয়নের সকল পেশাজীবি মানুষের কাছে নিশ্চিত সেবা প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বিট পুলিশ কার্যালয়। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে গঠনকৃত কমিটি ও পরিষদের সকল সদস্যদের নিয়ে যেকোন সমস্যা সমাধান দিবে।
বিশেষ করে বিট পুলিশ যেমন ভাল লোকের বন্ধু হবে,তেমনি খারাপ লোকের ভয়ংকর জম হয়ে দাঁড়াবে। একথায় চুরি, ডাকাতি, ইভটিজিং, ছিনতাই, বাল্য বিবাহ ও মাদক দ্রব্য কারবারী এবং সেবনকারী সহ সকল অপরাধ নির্মূলে বিট পুলিশ সার্বক্ষণিক আপনাদের পাশে থেকে কাজ করবে। এভাবে এলাকায় অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ করে, সুন্দর সমাজ বির্নিমাণে বদ্ধ পরিকর থাকবে পুলিশ। শান্তি,শৃংখলা, প্রগতি পুলিশের মূলনীতি এর ধারাবাহিকতা বজায় রেখে,সেবার মাধ্যমে পুলিশ জনতার বন্ধু পরিচয় বহন করবে বলে আমার বিশ্বাস।
তাছাড়া পুলিস সোর্স পরিচয়ে কেউ চাঁদা দাবী করলে সাথে-সাথে আমাকে জানাবেন। কর্মরত কোন পুলিশকৃর্তক আপনি হয়রানি হলেও নির্ভয়ে আমাকে জানাবেন,তদন্ত পূর্বক নিশ্চিত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন এ কর্মকর্তা।

উদ্বোধন শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া থানার অফিসার ইনর্চাজ(ওসি) মোঃ হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ুম।