মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চিকিৎসা ক্ষেত্রে কক্সবাজার সবার জন্য একটি আস্থার ক্ষেত্র তৈরি হয়েছে। যে কেউ এখন যেকোন সংকটে কক্সবাজারে উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজারের সার্বিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে বুধবার ১৫ জুলাই এ কথা বলেন।

তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলায় কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধ কার্যক্রমের সার্বিক সমন্বয়কারী হেলালুদ্দীন সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার জেলায় চিকিৎসা ক্ষেত্রে প্রায় সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে HDU, ICU, CCU, হাই ফ্লো নজল ক্যানোলা স্থাপন, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে। এমনকি জেলাস্থ উপজেলা হাসপাতাল গুলোতেও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের প্রক্রিয়া চলছে। দিন দিন আরো সমৃদ্ধ ও উন্নত হচ্ছে জেলার সার্বিক চিকিৎসা ব্যবস্থা। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, প্রায় সব ধরণের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন কক্সবাজারে বিদ্যমান রয়েছে ইনশাআল্লাহ। এজন্য কক্সবাজারের চিকিৎসা ক্ষেত্রে সবার জন্য একটা দৃঢ় আস্থার জায়গা তৈরী হয়েছে। যা জেলাবাসীর সম্মিলিত অর্জন। ফলে ভবিষ্যতে যে কোন সংকটে জেলার সম্মানিত বাসিন্দারা কক্সবাজারেই সকল চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।