ফাইল ছবি

ইন্ডিপেন্ডেন্ট টিভি:

রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধের প্রেক্ষিতে অন্য একটি সভা শেষে উপস্থিত হয়েছিলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তর উর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্বৃত করে যে ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে জবাব চাওয়া হয়েছে, জবাব পেলে বিষয়টি স্পষ্ট হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কোন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার এখতিয়ার শুধু অধিদপ্তরের রয়েছে মন্ত্রণালয়ের এক্ষেত্রে কোনো দায়ভার নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং করতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে, তারা লাইসেন্সিংসহ সকল অনিয়ম খতিয়ে দেখবে।