আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটিতে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেনারেল হাসপাতালের অভ্যন্তরে কাজ করার সময় আব্দুল আজিজ(৩৫) ও আনোয়ার হোসেন(৩৭) নামের এই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহত দুই শ্রমিকের বাসা শহরের রিজার্ভমুখ এলাকায়। তারা ঠিকাদারের হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে কাজ করতে গিয়ে মারা গেছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পিসিআর ল্যাবের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক সংলগ্ন বিদ্যুৎ সাব ষ্টেশন থেকে মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার কাজ (মাটি কাটা) করার সময় কর্মরত তিন জন শ্রমিকের মধ্যে দুই জন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
উক্ত নিহত দুইজনের ময়নাতদন্তের কার্যক্রম চলমান আছে। ময়নাতদন্ত শেষে কোতায়ালী থানা পুলিশ মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা যায়।