বিডিনিউজ :

বাংলাদেশের বাজারে করোনা কিলার ফেব্রিকস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছে রুট গ্রুপ অব কোম্পানিজ ও সুইজারল্যান্ড-ভিত্তিক একটি প্রতিষ্ঠান।

আর এই কাপড় ও সামগ্রী দিয়ে তৈরি পরিধেয় সুরক্ষা-পোশাক নিয়ে আয়োজিত হল ফ্যাশন শো।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনুষ্ঠিত ফ্যাশনতে যাপিতজীবনের চিত্র তুলে ধরেন র‌্যাম্প মডেলরা। পিপিই, ফেইস মাস্ক, আইসোলেশন গাউন, ওভারঅল, সু-কাভার, ডেনিম, নন-ডেনিম, প্যান্ট, শার্ট, লেডিস ওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, হোম টেক্সটাইল, হাসপাতালের ইউনিফর্ম এবং এয়ার ফিল্টার ফ্যাশন শোতে প্রদর্শন করা হয়।
বিজ্ঞপ্তিতে রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল দাবি করেন, “করোনাভাইরাস প্রতিরোধে এখনও সুনির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হলেও এই সুরক্ষা সামগ্রীর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।”

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সুইজারল্যান্ডে’র প্রযুক্তিতে তৈরি এই কাপড় ভাইরাস ও ব্যাক্টেরিয়ার সংস্পর্শে আসলে সেগুলোকে ধ্বংস করে দেয়। ২০ বার ধোয়ার পরেও এই টেক্সটাইল সামগ্রী কার্যকর থাকে।