বলরাম দাশ অনুপম :

কক্সবাজার শহরের লাইট হাউজ সৈকত পাড়ায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্লট ও ঘরের বসতি। করোনা সংক্রমন ঠেকাতে যখন প্রশাসন ব্যস্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার দখলদার চক্র এইসব অবৈধ স্থাপনা নিমার্ণ করেছে।

এদিকে অবৈধ দখলের বিরুদ্ধে বুধবার (৮ জুলাই) অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে সেখান থেকে উচ্ছেদ করা হয় ২০টির মত অবৈধ স্থাপনা। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ সংশ্লিষ্টরা। অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান- দখলদাররা ওই এলাকায় পাহাড় কেটে প্লট তৈরির পাশাপাশি টিনের ঘেড়াবেড়া দিয়ে পাহাড়ী এলাকা দখল করে রেখেছিল। দখলদারদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।