সিবিএন :

ডা. মোঃ জাকির হোসেন খান’কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উপ পরিচালকের মর্যাদায় তত্বাবধায়ক (সুপার) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অপর দিকে, বর্তমান সুপার ডা. মো. মহিউদ্দিনকে ঢাকাস্থ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) এ উপ পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ২ জন উর্ধ্বতন কর্মকতা সহ মোট ৬ জন বিসিএস (স্বাস্থ্য) বিভাগীয় কর্মকর্তাকে দেশের বিভিন্নস্থানে নিয়োগ বদলী আদেশ দেওয়া হয়।

দেশের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট -এ (সিএমএসডি) লুটপাটের চরম অভিযোগ উঠার প্রাক্কালে ডা. মোঃ মহিউদ্দিনকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে পদে ডা. মোঃ মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই একই পদ থেকে নতুন ডা. মোঃ জাকির হোসেন খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উপ পরিচালকের মর্যাদায় তত্বাবধায়ক (সুপার) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজার আসার এক বছরেরও কম সময়ের মধ্যে ডা. মোঃ মহিউদ্দিন কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে বদলী হলো। নতুন সুপার ডা. মোঃ জাকির হোসেন খান ইতিমধ্যে পরিচালক, (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগের দপ্তরে যোগদান করেছেন বলে জানা গেছে।