সোয়েব সাঈদ, রামু:
রামু হাসপাতালের ডেডিকেডেট আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন করোনা আক্রান্ত রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।

রবিবার (৫ জুলাই) দুপুরে রামু হাসপাতালের ডেডিকেডেট আইসোলেশন সেন্টারে এসব খাদ্য সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি। এসময় রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়াসহ হাসপাতাল ও আইসোলেশন সেন্টারে কর্মরত চিকিৎসক, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি জানিয়েছেন, মানুষ হিসেবে এ সংকটময় সময়ে সবার উচিত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত্রদের পাশে দাঁড়ানো। এমন মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন করোনা আক্রান্ত রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য (ফল) সামগ্রী দিয়েছেন। সকল জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ি ও স্বচ্ছল ব্যক্তিদের করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো জানান, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন করোনা আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার দেয়ায় রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।