মোঃ আকিব বিন জাকের, উত্তর মহেশখালী:

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর রাজোয়ারঘোনা গ্রামে বৃষ্টির পানিতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। যার কারণে ব‍্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই চরম জলাবদ্ধতায় পড়তে হয় গ্রামবাসিকে। রাস্তার ধারে নেই কোনো জলপ্রণালী কিংবা নালা।

ওই গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কফিল বিন আমির জানান, বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও জলাবদ্ধতা দূরীকরণে কোনো ব‍্যবস্থা নিচ্ছেন না তারা। যদিও বেশ কয়েকবার আশ্বস্ত করেছিলেন।

এই বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “জলাবদ্ধতার সমস্যাটি খুবই দুঃখজনক। তবে তা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে জানানো হলেও কোনো উদ্যোগ গ্রহণ করছেন না তিনি। অবশেষে আমরা এলাকাবাসির পক্ষ থেকে মাননীয় সাংসদ আশেক উল্লাহ রফিকের নিকট উক্ত বিষয়ে প্রতিকার চেয়ে একটি আবেদনও করেছিলাম। তবে এর কোনো কার্যকরি পদক্ষেপ দেখতে না পাওয়ায় হতাশ আমরা।”

ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।