সংবাদ বিজ্ঞপ্তি:
হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মহাপরিচালক, কক্সবাজারের বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা আবুল হাসানের ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মূসা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা হাফেজ নুরুল্লাহ জিহাদী। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন: হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান একজন প্রথিতযশা আলেমে দীন ছিলেন। হাজারো আলেমের উস্তাদ ছিলেন, মাওলানা আবুল হাসান। ইলমে নববীর বিস্তার ও দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম মাওলানা আবুল হাসানের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাওলানা আবুল হাসান (৭৮) রবিবার (৫ জুলাই) সকাল ৮ টায় সদরের পিএমখালী ইউনিয়নের ধাউনখালী নিজের বাড়িতে ইন্তেকাল করেছেন।
তিনি কয়েক দিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছিলেন। আজ বিকাল ৪ টায় পিএমখালী ইউনিয়নের ধাউনখালী নিজের বাড়ি সংলগ্ন পূর্বপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।